দেবীপক্ষ!
ঢাকের শব্দ উদ্দীপনা হারিয়ে
জড়িয়ে যাচ্ছে কোথাও।
এলোমেলো হাওয়ায় নিবে যাচ্ছে প্রদীপ।
বুকে জমে থাকা বারুদ
আনন্দোচ্ছাস হতে চেয়েছিল,
মুখ ছুঁয়ে আগুন জাগালো মৌনতা
শিউলিরা ভরল শরৎ,
কাশেরা বাতাসে ঝাঁকালো শুভ্র চুল,
শুধু নিশ্চল দেবী দেবতারা
আবাহনের শূন্যতায়
অভিমানী রয়ে গেল দূরে।
আলোর ব্যবধানে, পথ জুড়ে
বেড়ে চলা ছায়া, বলে গেল ইশারায়
ঘোরাও উল্টো ঘড়ি
নইলে দূরত্ব নরকের।