চাইলে কি ফেরা যায়?
আলগা বাঁধন খুলে যায় জানি,
                  অনাদরে।
হয়তো বা তাঁর ইচ্ছায়
দূরে, বহু দূরে আকাশের তারা
অথবা থেকে গেছি এখানেই
নিস্পন্দ বাতাসে, স্পর্শসুখহারা হাহাকারে;
অব্যক্ত ব্যথা
          প্রকাশের প্রচেষ্টায়
ঘন নীল, মোচড়ানো সাগরের ঢেউ
কিনারাতে আছড়াই, রই অজ্ঞাতে!
থেকে গেলেও
কি বা আসে যায়
আমাদের খুঁড়ে রাখা খালে
বয়ে গেছে কত জ্যোৎস্নার শব, মৃতকথামঞ্জরী
ঢেউয়ে ঢেউয়ে ভেঙে পাড়
                        প্রশস্ত নদী
চাই যদি, তবু থেকে যাবে তর্জনী ম্যানগ্রোভে
                বাতাসের গায়ে।