একটা বছর
দীর্ঘ মরু প্রান্তর,
একটা আকাল, জনশূন্য পথ !
শ্মশান গোরস্থান বাড়িয়ে দু হাত
গ্রহণের ছায়া নিয়ে মুখে
বয়ে গেছে প্রশস্ত নদী,
অমানিশা রেখে ঘুমিয়ে পড়েছে চাঁদ
সেই কবে !
জীর্ণ অভুক্ত দেহ অবশেষে
বেরিয়ে এসেছে গুহা ছেড়ে
তৃতীয় পথের খোঁজ...
মুদ্রা গড়িয়েছে ঢালে -
অনিশ্চিত খাদ !
সার্চ লাইটের আলো নিয়ে
অতলে মানুষ।
বড় ঘড়িতে ঘন্টা বাজে -
মাঝ রাত ।
মাপজোকে বাঁধা সময়ের সীমা টেনে
একটা সূর্য টেনে আনি বুকে
যদি শেষ হয় অন্ধকার !