সুনীল বাস স্টপের তিন মিনিট তো
ছেষট্টি বার এসেছে আমার !
রাত জাগা ভোরে আড়ষ্ট আঙ্গুল
শব্দের স্রোতে এলিয়েছে দেহ ;
আলতো স্পর্শে
ছুঁয়ে গেছে তাকে।
কবিতারা আলুথালু বসন সামলে
বিছানা ছেড়ে উঠেছে দাঁড়িয়ে,
মার্জিত আচরণের শৃঙ্খলে
তরঙ্গের উচ্ছ্বাস,
অবদমিত, নিবু নিবু অঙ্গারে
ছারখার করেছে হৃদয়,
তবু তোমার নীরার মতো আসেনি নির্ভয়ে।
আমার অনামিকা শুয়ে থাকে একা;
আমার আকাঙ্ক্ষারা দূরে পরে থাকা চিতা,
অবশেষে নামহীন নদীটির নামে
নীরব শব্দের উষ্ণতা নিয়ে
ভেসে যায়।