সূর্যোদয় থেকে আছে তার ছায়া;
আরও আগে অন্ধকারে নিজেকেই রেখেছে জঠরে
তার মাটি, তার প্রাণ,
অঙ্কুর জুড়ে থাকা তার মধুমায়া।
বোধ দেখেছে বেড়ে ওঠা ডালপালা
কেমন সযত্নে ধ’রে রাখে অনন্ত ভালোবাসা,
কেমন মহীরুহ পাহাড় হয়ে আগলায় ঝড় !
বিগত সে দেহের, মাটি জুড়ে - ছায়ার নেই নড়চড় !