বেছে নি ইউথানেশিয়া
অবসাদ শ্রাবনের মেঘ
ঝরিয়ে যাচ্ছিল বৃষ্টি শুধু।
হারিয়ে ফেলা একটা রুপোলি আকাশ
শব হয়ে ভেসে ওঠার ভয়,
নাড়িয়ে গেছি বিশ্বাসের ভাঁড়,
কান পেতে শুনেছি শব্দ।
বেসুরো ঝন ঝন ভরাট না হয়ে
শূন্যতা বুনেছে শুধু।
গন্তব্যহীন আবর্তনের কেন্দ্রে
যেখানে স্বপ্নরা হারিয়েছে রং
অঘ্রানের ক্লান্ত বিকেলে,
সেখানে কোন পলাশের খোঁজ
করেছিলাম আমি?
ও কার বৈতরণী, চাঁদ ?
মুছে দি মায়াবিনী জ্যোৎস্নার তাপ
আমার খঞ্জরে মৃত্যু আনি,
আসুক চির অমানিশা।
ইউথানেশিয়া !