উদ্ধত কৃষ্ণচূড়া
কখন যে প্রশংসকের শব্দডানায়
দূর আকাশের চিল -
সন্নত দৃষ্টির কোণে
নেই পুরোনো সে মাটি,
শুকনো পাতায়
আকাঙ্ক্ষিত সুধারস।
দুলছে হাওয়ায়
গরিমার মাথা চাড়া মহুয়ায়
বিচ্ছিন্ন গর্ভকেশর -
এ রেণুতে পরাগ কোথায় আর?
ধুলোমেঘ আড়ম্বর
আর ছিন্ন শিকড়!