ফিরে যাও, এই দেখো  
        উড়ে যাচ্ছে চাল আমার
সমাজের বাঁধা কড়িকাঠ
ভেঙে গেল বুঝি!
এ কোন ঝড় নিয়ে এলে?

উদ্বেল নিউরনে আলোড়িত নদী,
দগ্ধ সাভানায় শিহরণ!

           খুলে দিলে
কারিবার বাঁধে উন্মুখ দ্বার
শুষে নেবে চাতক-তটভূমি
প্লাবনের সবটুকু জল।  

তারপর ভেসে যাওয়া শেষে
আলোড়িত ঝিলে
বিকশিত ভগ্নস্তুপ ছায়া
                    অতীতের
টেনে নিয়ে যাবে অতল গহ্বরে

সে অনন্ত চিতায়
      পাতকী-পথযাত্রীর
তুমি কেন আর সতী হবে?