এই যে বিচ্ছিন্ন দ্বীপের মতো অস্তিত্ব,
দূর থেকে
তার বলাকার মতো ছুঁয়ে যাওয়া
গোধূমের শেষ আলোটুকু মেখে গায়ে;
এ অবসন্ন পৃথিবীর বুকে
কতটুকু সুধা?
রাত্রি মোছে না জড়িমা।
অশান্ত ঘুমে
কিঙ্কিণী মায়া
পরতে পরতে বিছানায়,
দেহে তার ফোটে জাসমিন,
নেশাতুর ধমনীর উল্লোল
কড়া নাড়ে লিবিডোর দরোজায় -
উন্মাদ!
কোষ জুড়ে
হাজারটা হাত
জাগে নিষ্ফল, শূন্যতা আঙুলের ফাঁকে!
সময়ের ছায়া
বুটে চাপে ওষ্ঠ,
বাঁধে যেন প্রহরীর শৃঙ্খল -
কোন অপরাধে?