উত্তাল ঢেউয়ের মাথায় গোপন সার্ফিং !
অভিসারী, ধমনীতে শুনেছে
একান্ত উল্লাসের নিশি ডাক;
ভেসে গেছে ইভের চাহনিতে
কত আদমের শৃঙ্খল।
হ্যামলিনের বংশীবাদক,
সবাই তো ছিল না নষ্ট ইঁদুর।
কোথাও কি কুরে খায় অনুশোচনা তোমার ?
ডুবে যেতে যেতে অতল সমুদ্রে
নিশ্বাস বুদ্বুদে
অভিশপ্ত প্রেমের উপাখ্যান;
চেয়ে থাকে যেখানে প্রেমিক তোমার দু চোখে -
ভেসে ওঠা যেত এখনও
ধরা যেত যদি অবিশ্বাসের হাত !