কাছে আসিনা কেন?
বড় অভিমান!
চলো যাই এক অবগাহনে
ছাইয়ের গাদায় চাপা আগুন - উন্মাদ,
মেলে দিক ডানা-
ছাই হব
তবু অমৃতকুম্ভে শেষবার ডুব দিয়ে যাব।
এ অনন্ত জ্বলা,
তৃষ্ণার্ত হেঁটে যাই হাজার বছর
প্রিয়তমা, আকণ্ঠ করব পান তোমার ঠোঁট,
শীতল অস্থি জুড়ে মেখে নেব উষ্ণতা,
সিঁড়ি বেয়ে উঠে যাব আগুন চূড়ায় আমরা দুজন;
অস্থির সমস্ত বারুদ শেষ হলে
হোক প্রশান্তি সপ্তসিন্ধুর জলে!
তারপর
একটা রক্তাক্ত বিকেল আমার কবর খুঁড়ে
দ্বিচারিতার গল্প খাক চেটেপুটে।
আর তুমি অভিমান ধুয়ে ফেলে নীল আকাশে
চাঁদ হয়ে পরো নতুন কাপড়।