এক ফালি রোদ বৃষ্টি ছিঁড়ে ঠোঁটের কোনে
এই মেয়েটা, স্বপ্ন দেখিস ঘাটের পাড়ে ?
এখন তো শুকোয় নি তোর জলের ধারা
কি দেখেছিস, আলোক চোখে ঝিলিক মারে ?

শ্রাবন মেঘের অনন্ত কাল আকাশ দখল,
যেখান সেখান দীর্ঘ ছায়ায় টিপছে গলা।
রংধেণুতে সোপান গড়িস আকাশ ছোঁয়া;
ও বগল দাবায় উধাও নিয়ে তাদের কলা।

উজান ধারা হারাস না মেয়ে পথের বাঁকে,
ভিজুক মাটি, জ্বলুক তবু মনের আগুন।
থেঁতলানো তোর বুকের ওপর পাথর সাজা ,
ছায়ার উপর দাঁড়িয়ে শাখায় আনিস ফাগুন।

ওদের ভ্রুকুটি তে থাকুক যতই ঝড়ের নিশান
এই নদীর ধারায় থাকবে কেন একার ছায়া?
শ্যাওলা কেন জমবে তোর শ্বাস কে রুখে ?
তরণী তোর দেখবে নদীর মধ্যে বাওয়া।