ফেরেবের উইপোকা -
ভেঙে যায় স্তম্ভ ।
আকাশচুম্বী অট্টালিকা কেমন তাসের ঘর !

পাথরও তো সশব্দে ভাঙে
জমতে জমতে মেঘ ভেঙে গেল তাই ,
যন্ত্রনা নিয়ে জলধারা আছড়ালো বুকের উপর
শুধু তোমার জন্য।

না --- আকাশ, বাতাস, মাটি অস্পৃশ্য ছিল সব
ঘুনাক্ষরেও জানতে পারে নি কেউ।
তুমি শুধু জানো
একটা অভিন্ন দ্বীপ
কেমন তুমুল প্লাবনে পৃথক হয়ে যায় !
আর পাললিক শিলায় ধরা থাকে কালো ইতিহাস।

এই যে নদী মাঝখানে
ভিজে মাটি - ভাঙছে কিনারা আমার
তোমারও কি ভাঙে ?
বুনো হাঁস কি কালো মেঘে সাদা দাগ টানে ?

উইপোকা মাটির গভীরে সুড়ঙ্গ বানায়
অলিন্দে চলে ফেরে, কুরে কুরে খায় ।

তবু ভাটায় জেগে ওঠে চর মাঝ রাতে,
জ্যোৎস্নায় হারানো বৈশাখ
যখন খোঁজে প্রাণ মৃত পৃথিবীর,
একটা সমুদ্র এসে সব ঢেকে দিয়ে যায়।