ঘুরে ফিরে বার বার
ও পথের মোড়ে এসে দাঁড়াও কেন ?
কুয়াশা তো কেটে গেছে কবে।
মরুভূমির বুকে গাছের চিহ্ন নেই কোথাও,
কেন কাঁটা নিয়ে জন্মাতে হবে ?
মরুজাহাজ -
সঞ্চিত সমুদ্র ব্যথার উৎসমুখ বুকে
হাঁটি কত আলোকবর্ষ !
এত জ্বালা !
এত তৃষ্ণা কেন পাথর চোখে !
পুরোনো এক চাঁদের ছায়া আতশ কাঁচে;
আহা রুপোলি চাঁদ,
বিমর্ষতার নীল এক চাদর বিছায়।
জোনাকিরা পাখা মেলে স্মৃতির প্রান্তরে,
চাতকের বুকে সূর্য দুপুর !
এক ফোঁটা জলে তোমার প্রতিচ্ছবি আঁকি-
থেকে যায় দূর !
ভুলে যাই,
এ মরুভূমিতে মরুদ্যান নেই !
আয়নায় একটা ক্যাকটাস
জ্বলে পুড়ে ছাই।