ফরিয়াদেরা জানে
              পেরেশানি।
জানে মন্বন্তরের দেশ,
ভূমিষ্ঠ কামনার ফসল কতটা
                  মাটির কাছাকাছি,
কতটা প্রসারিত বুক
         চির আলিঙ্গনের!

আদিম প্রবৃত্তির বীজ
আর খেসারত প্রথম ভুলের
                 থেকে যাবে সাথে।
থেকে যাবে বিধাতার ফরমান,
খোয়াবের খুসবু আর ইবলিস-আগ!

অজ্ঞাতে চলে যাই দূরে,
যে পথে আদমের সাথে ইভ
হেঁটেছে পৃথিবীর পথ,
ঝরছে এখনও যেখানে অক্লান্ত
          অশ্রুত বারিশ,
রাখা আছে নীল আসমান,
আর
মাথা রাখার মেঘবালিশ!