নামিয়ে ফেলেছি চাঁদ আকাশের থেকে।
মনের ঝিলেতে ছিল প্রতিবিম্ব তার ;
বিকিরিত আলো হাজার বছরের যন্ত্রণার উপর
ঢেকে দেওয়া নরম চাদর, যেন শীতলতা অপার -
কোন এক অসম্ভব নিষ্ঠুর প্রতারণা
নিয়ে গেল কেড়ে।
আমি তো বাসিনি ভালো
কালো গহ্বর জুড়ে থাকা অন্ধকার।
রাত্রি হিংস্র শ্বাপদ, যখন বসিয়েছে নখ
গভীরে আমার, ভেসেছি রক্তে,
তখন চেয়ে থেকেছি তাকে দূর থেকে,
রুপোলি মসিতে ধরেছি আঁচল,
নরম আলোয় ভালোবাসা খুঁজে ভেসে গেছি,
ভুলেছি যন্ত্রনা।
আজ কারা যেন খুলে দিল মায়াবী নাকাব,
ছিঁড়ে গেল স্বপ্নজাল,
নগ্ন কবিতারা নীল নদে দিয়ে গেল ঝাঁপ,
যাকে ভেবেছি আপন, সে ছিল ছিল না কখনো
নামিয়ে ফেলেছি চাঁদ।