জমিয়েছি সমুদ্র এক ঘরের কোণে
যখন কোলাহল দিনের শেষে বিষণ্ণ প্রাণ
ঝড়ের নেশায় সমুদ্র, আপন মনে।

নীলচে ঢেউয়ে রাত্রি হলেই পাগল হাওয়া,
দেখে মুচড়ে উঠা গর্ভে মনের টুকরো ব্যথার
উপচে কেমন চোখের কোণকে ছাপিয়ে যাওয়া !

সঙ্গে আসে জাগিয়ে চমক বজ্র আলো
ক্ষণিক খেলার উন্মাদনা হয় নি কে শেষ ?
নতুন ক'রে জাগায় খুঁড়ে গোপন কালো,
বন্দরেতে কুড়াই ভোরে ভগ্নাবশেষ !