শামুকের খোলা থেকে ঠিক কতটা বেরুলে মুখ
অক্ষত থাকা যায় ? ঢাকা থাকে বুক ?
শব্দ গুলো যখন নির্বোধের মতো
লুটোপুটি খায়, হাতের মুঠোয় নেয় হৃদপিণ্ড,
তখন সে ধুলো ছাড়া আর কিছু নয়
পদদলিত সে হবেই।

আফতাব বুকে নিয়ে বিধু - তারা - বিনিদ্র রজনী কত
শব্দ তোরণের পাশে পান করে যাওয়া
কৌমুদী তুলেছে তরঙ্গ -
দুর্বল ভেজা মাটি, প্রতিচ্ছবি চিত্তের
রেখে গেছে কখন কোনো ঝড়ে
নিঃস্ব উদ্বাস্তুর ভবিষ্যৎ রূপরেখা।

আজ সূর্যাস্তে, রক্ত ক্ষরণে রাঙা
অশান্ত সমুদ্র জুড়ে নামে রাত -
শব্দরা প্রাণহীন জাগবে না আর,
তুমি জানো বলেই !