তৃষ্ণার্ত অহেতুক মন্থিত প্লাবনে।
প্রশস্ত বুকের আড়ালে অবক্ষয়ী মাটি;

কেন ভেসে যাবে কোলাহলে?

এ তো দু দিনের উছ্বাস!
ছায়ানটের বিস্তৃতি বেঁধো, বহমনা।
বসন্তের সৌরভে প্রজাপতি,
পূর্ণাঙ্গের রেণু মাখা চৈত্র আগুনে
পুড়ে যাবে আপন নিয়মে।

তাই ফসল নিয়ে ঝুঁকে থাক গাছ,
উদ্ধত ক্যাকটাস নাই বা হলে!