ছোটো বেলার কথা খুবি পারছে যে আজ মনে
গুটি খেলার দিন গুলি হায় পাইনা যে আর খুজে।
শাপলা শালুক তুলতে যে দিন কেটে যেতো বেলা
মায়ের কাছে পেতাম কতো মার,ও অবহেলা!
পরতে বশে আঁকতাম কতো বাঘ বাঘিনীর ছবি,
স্যারের কাছে খেতাম কতো জোড়া বেতের বারি।
কলা গাছের ভুর বানিয়ে চরতাম যে তার পিঠে,
সারা নদী ঘুরে বেরাতাম ভুরের পিঠে চরে।
বন্ধুরা সব কাদা দিয়ে করতাম কতো খেলা,
কোথায় যেন হারিয়ে গেল বন্ধুদের সেই মেলা!
স্কুল শেষে ফিরতাম বাড়ি হৈ-হুল্লোর করে,
স্কুলের ওই স্যারদের কথা খুবই মনে পড়ে।