এখনো যাই তোমার শহরে অনুভবে রোজ
কত জনের কাছে তোমার করি খোঁজ"
তুমি ছাড়া নাইতো কেহ,মনের কথা শোনার
প্রাণের পাখী, মায়াবতী একটাই তুমি আমার।
চলোনা সেই আগের পথে একটুক্ষানি হাটি,
হাজার লোকের ভীরের মাঝে একটু ছুঁয়ে দেখি।
প্রিয় ঐ,কাজল কালো আঁখি দুটি তোমার,
সারা জীবন দেখেও বুঝি সাধ মেটেনা আমার।
(রচনা কালঃ২১ সে অক্টবর২০২২ ভোর ৫ টা।
ভাঙ্গুড়া সচেতন লাইব্রেরীর"মধুর স্মৃতি স্মরনে
কবিতাটি সজিব ও তার প্রিয় বন্ধুদের উৎস্বর্গ করিলাম।)