কখনো যদি দেখা হয় একি শহরে চেনা পথে
না বলা কথাগুলি যদি হয় চোখ রেখে চোখে?
কখনো যদি দেখা হয় সেই বড়াল ব্রিজে
কখনো যদি দেখা হয় চেনা সেই লাইব্রেরীতে,
পাশাপাশি বসে দুজন একি টেবিলে
"মহাদেব"এর কবিতায় একি বই এ,
"হঠাৎ দেখা"সেই কলেজ কিংবা বইমেলাতে
সবাই মিলে চায়ের আড্ডা পুরোনো সেই ক্যান্টিনে।
এখনো সম্ভব হয় সবি একাকী স্বপ্ন প্রহরে,
এ যেন সুপ্তবাসনা মোর নয় কভু বাস্তবে!!
(রচনাকালঃ ভাঙ্গুড়া ২০১৮ সাল।উৎস্বর্গ
পাতলু ওরফে খাম্বা💞 ও তার সকল বন্ধু ও বান্ধবীদের কে।)