আমি রবীন্দ্র, নজরুল,বঙ্কিম,শরতের
প্রতিদন্দীতা করতে আসিনি,
আমি কারো মনে আঘাত করতে লিখিনী,
আমি নির্মল সাহিত্যকে প্রকাশ করতে লিখেছি।
আমি শব্দের সাথে আলিঙ্গন করতে চেয়েছি
আমি ঘুমন্ত মনের অব্যক্ত কথাগুলি বলতে চেয়েছি
আমি প্রকৃতির যত কল্যান তার সঙ্গী হতে চেয়েছি।
আমি গ্রাম্য ফুলের মিষ্টি গন্ধ হতে চেয়েছি,
আমি গ্রাম বাংলার মেঠো পথের ধূলিকণা হতে চেয়েছি।