আমি শীতের দিনের, সূর্য কিরণ ছায়া
আমি হতে চাই সব,মানব মনের মায়া।
আমি পথের পাশে,সবুজ গাছের সারি,
আমি যে এক ক্ষুদ্র পাখী,প্রকৃতি আমার বাড়ি।
আমি ধানের ক্ষেতে, বাতাসের বুকে মুক্ত আবাহন,
আমি ভালোবাসার লাগি, জান করা কোর বান।
আমি নীল আকাশে'সাদা মেঘের ভেলা,
আমি জ্যোৎস্না রাতে!জোনাকির আলো খেলা,
আমি শান্ত,আমি উন্মাদ, আমি অবিরাম ছুটে চলা,
আমার এমনি করেই, যায় যে কেটে বেলা।
আমি যে সেই কবিতার "ফেরিওয়ালা।।