প্রিয়,
আব্বাজান।
চিঠির শুরুতেই আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর কৃপায় আপনার শরীর ভালো আছে। সর্বদা ভালো ও সুস্থ থাকেন,মহান আল্লাহর কাছে,এই দোয়া করি । আল্লাহ আপনার নেক হায়াত দান করুক,
যেন আমি আপনার সকল কষ্ট দূর করতে পারি কারন ৩ ভাই বোনের সংসারে আপনার শখ কখনই পূর্ণ হতে দেখেনি!শুধু অকাতরে বিলিয়ে দিতে দেখেছি।
প্রিয়,আব্বা,আপনার মনে আছে?ছোট বেলায় আপনার মুখের,চিবিয়ে দেওয়া নরম মুড়ি খেতাম,সেই দিনগুলি খুব মিস করি! খেয়াজাল আর খালোই,নিয়ে আপনার পিছে পিছে মাছ ধরতাম,চুনে,পুকুরে।কালের বিবর্তনে সব কিছুই কেমন জানি হারিয়ে যাচ্ছে তাইনা?
ইচ্ছে করে সেই ছোট্ট বেলায় ফিরে যেতে! আব্বা আজ আপনাকে একটা সুসংবাদ দিতে চাই যে,আমি একজন নির্বাচিত কবি হিসাবে উত্তীর্ণ হয়েছি।এই খবরটা আমি আপনাকে প্রথম দিলাম।আল্লাহ যেন আমাকে আপনার সকল কষ্ট দূর করার তৌফিক দান করেন।নিজের প্রতি খেয়াল রাখবেন।আমার জন্য দোয়া করবেন। শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ।
ইতিঃ-আপনার আদরের ছেলে
হাবিবুর রহমান হাবিব
০১.০১.২০২৩ ইং