এক কোটি বছর হলো
তোমায় দেখিনা

বুকের ভেতর কষ্ট চাপা
কেউ তো বোঝেনা

তুমি ছিলে দৃষ্টির সিমানায়
হারিয়ে গেছো কোন দূর অজানায়

খুজে যাই তোমাকেই দূর বহুদূর
পাবো বলে তোমাকে, মন যে ব্যাকুল

মনের মাঝে আজও আছো
অনেক জায়গা জুড়ে!

মনের রানি মায়া বতি
আসনা আবার ফিরে!

মনটা যে আজ বরই ব্যাকুল
তোমার কথাই ভাবে,

ভাবতে ভাবতে চোখের কোনে
দুই ফোটা জল আসে।

জল মুছে মনকে বলি
কাদিসনা আর তুই

জগত টা তোর ভিন্ন এখন
করবি কি আর তুই!