আমরা অনেক সময়,তিন বেলার খাবার খায়,এছাড়া অতিরিক্ত,আরো নানা রকম টুটকা খাবার খাই।
কিন্তুু একজন রিক্সা চালক,পরিবার কে রেখে কোন এক শহরে,জীবিকার সন্ধানে প্যাডেলে প্যাডেলে ঘাম ঝড়িয়ে,,ছুটে চলে যান্ত্রিক শহরে, না খেয়ে!কোখনো বা দুবেলা খেয়ে! আমরা খাবার পর একটু জিরিয়ে নেই বা,নরম বিছানায় একটু সুয়ে বিশ্রাম নেই*
কিন্তু একজন রিক্সা চালক কোন এক ফুটপাতের ছোট হোটেলে
গায়ের গাম ঝড়ানো টাকা দিয়ে আধ পেটে খেয়ে সদ্য পেটে তোলা কাঁচা খাবার নিয়েই শুরুহয় জীবন সংগ্রাম!
কোন বিশ্রাম নেই,না আছে কোন নরম বিছানা! শুরু হয়! পরের বেলার খাবার জোগাড়ের জন্য গায়ের রক্ত টুকু ঘাঁমে পরিনিত করে,পাঁচ টাকা দশ টাকা
কুঁড়িয়ে কুঁড়িয়ে প্যাডেলের বিনিময়ে জোগাড় করা।
কোন দিন টিক মতো খাবার জোটেনা! কেন না যান্ত্রিক এ শহরে বেশিরভাগ মানুষই ইন্ঞিন চালিত গাড়িতে চলাচল করে!
একজন রিক্সা চালক কি তার ভবিৎষত বলতে পারেন? না আছে সঞ্চয়,না আছে বৃদ্ধ বয়সে খাবার সহ মাথা গোজার তিল টাই! এই তো একজন রিক্সা চালকের প্রতি দিনের প্রত্যাবর্তন!...আজ থেকে অনেক বছর পরে...থাকবে কি এই একই চিত্র।