ইচ্ছার কাছে হার যে মেনে
ব্যাথা পাবে তবুও জেনে
যাচ্ছি আমি তোমায় ছেড়ে।
স্মৃতিগুলো নেড়ে গেলে
দুঃখগুলো বেড়ে গেলে
নিশি রাতে ফেল ঝেড়ে।
যায় না যত দূরে চলে
দূর আকাশে তারা জ্বলে
জোছনা যায় না চাঁদকে ছেড়ে।
যতই থাকি ডুবে কাজে
থাকবে তুমি মনের মাঝে
ভালবাসা যায় গো বেড়ে।
আলো যদি কালোয় ঢুকে
স্বপ্নে এসো আমার বুকে
পারবে না কেউ নিতে কেড়ে।
স্বরবৃত্ত :(৪+৪)