প্রস্তরহায়ন থেকে আধুনিকায়ন
প্রযুক্তি উৎকর্ষতায় এই বিশ্বায়ন
চীনের প্রাচীর থেকে বুর্জ খলিফার প্রতি ধাপ,
সর্বত্রই লেগে আছে শ্রমজীবীর রক্তের ছাপ।
শ্রমজীবীর যৌবন পোড়া সভ্যতায়
পূর্বাপর উপেক্ষিত শ্রমিকের ঠাঁই।
কাজ করে শ্রমঘামের মজুরি পাবে
এটা শ্রমজীবীর সম্পাদ্য,
তবু নিত্য মালিকপ্রাসাদে চলে
শ্রমজীবী ঠকানোর উপপাদ্য।