গড় আয়ু বেশি নয় আশা তবু সীমাহীন
রঙে ঢঙে তামাশায় ফুরায় যে নিশাদিন
পৃথিবীর মায়াজাল কেটে যায় অবশেষ
বাহুবল ধনবল রবে না তো কোন রেশ !
এতসব দেখে মন সোজা পথ ধরে নাই
মদ-জুয়া, সুদ-ঘুষ কোন কিছু ছাড়ে নাই ।
পাপাচারে মেতে ওঠে দুদিনের দুনিয়ায়
মরণের পরে তাই হতে হয় অসহায় !
ছলাকলা চাতুরতা হয়ে যায় সব শেষ
বিবেকের বোধোদয়ে দূর হোক রিয়া-দ্বেষ।
জগতের অপকাজ হবে সব অযথাই
তুলে হাত ডুবে যাও বিধাতার করুণায়।
অহমের ছেড়ে রেশ ভালো পথ ধরো শেষ
সকলের মাঝে হোক খোদাভীতি উন্মেষ।
মাত্রাবৃত্ত: ৪+৪+৪+৪
অক্ষরবৃত্ত: ৮+৮