নির্লজ্জভাবে অন্যায়ের পাশে দাঁড়ায়,
অপরাধীর দলে নাম লিখিয়ে গায় সাফাই।
নেতার পক্ষেই সবই সম্ভব ও বটে !
উত্-পথে নাবিক, তরি তাই ভিড়ছে না তটে ।
জানতে সাধ জাগে, নেতা তুমি গো কার !
ভ্রষ্ট নষ্টের ? না আমজনতার ?
মাত্রাবৃত্ত : পূর্ণপর্ব ৭ অপূর্ণপর্ব ৩ মাত্রা (শেষ দুই চরণে অপূর্ণপর্ব নেই)