খোদা তুমি যে আমার, খোদা তুমি যে আমার।
মনে মনে বলি, গলা ছেড়ে বলি
গুনগুনিয়ে বলি, সুরে সুরে বলি
খোদা তুমি যে আমার, খোদা তুমি যে আমার।
আঁধার হৃদয়ে তুমি জ্বালো আলোর বাতি,
ঘোর বিপদে তুমি, বাজাও সাহসেরও বাঁশি,
খোদা তুমি যে আমার, খোদা তুমি যে আমার।
সময়ের বিবর্ণতায় বড় অসহায় আমি,
ভুল করে করে হৃদয়টা কঠিন হয়েছে জানি,
নিরাশার কালো ক্ষণে তবুও স্বান্তনার তুমি।
খোদা তুমি যে আমার, খোদা তুমি যে আমার।
পাপে তাপে ভরা জীবনটা আমারি ,
বিচার দিনে মাফ করে দিও খোদ, করি এই মিনতি ,
খোদা তুমি যে আমার, খোদা তুমি যে আমার ।