মুখোশ পরে সেবক নামের শোষক দেখো মুখে মুখে নীতিকথা বলে বেশ,
কেদারাতে বসার পরে বিবর্ণ ওই বদনখানি লাবণ্যতার ঝিলিক দেয়।
অবৈধ সব অর্থ-বিত্ত কামানোর ওই পলল ভূমি হল বুঝি স্বাধীন দেশ!

স্বরবৃত্তে