কোকিলের ডাক শুনতে আমি গৃহ থেকে ছুটে এলাম দেখতে সবুজ কাননে,
ধাঁধায় পড়ে ভুল পথে পা বাড়িয়ে গেলাম বুঝি হীরক রাজার রাজত্বে,
এথায় এসে শুনি শুধু কালো কাকের কর্কশ ডাক কুৎসিত সবই মননে।


ছন্দ : স্বরবৃত্ত