আমি তোমাকে নিয়ে একটি কবিতা রচিতে চাই,
শব্দ খুঁজে পাই না, পাই না খুঁজে উপমা !
তোমার পিঙ্গল আঁখি, পটল চেরা চোখ নাকি হরিণ নয়না?
তোমার যুগল ভ্রু, বক্র ধনুক নাকি চন্দ্রখচিত দীর্ঘ পল্লব?
তোমার অধর, গোলাপের পাপড়ি নাকি কলমীর ফুল?
তোমার প্রাণ জুড়ানো হাসি, পূর্ণিমা চাঁদের জোছনা না উচ্ছল ঝরনা?
তোমার দীঘল কেশ, না মেঘ কালো কুন্তল ?
তোমার স্বর, কোকিলের কণ্ঠ না সুরের বাঁশি ?
তোমার চাঁদমুখ, না রঙের বাহারে ফুটন্ত অর্কিড ?
তোমার টিকলো নাসিকা, রাজহংসী গ্রীবা, চিকন কোমর, ভরাট নিতম্ব---
কোনটা ছেড়ে কোনটা মনোরম, বুঝি না আমি !
তোমার গাত্র বর্ণ, দুধের সাথে আলতা নাকি জোছনার সাথে চন্দন ?
সবমিলে তুমি রঙিন পুতুল না সপ্রতিভ প্রতিমা?
ষোড়ষী ঊর্বশী, তুমি অপ্সরী না স্বর্গের পরী ?
তোমার উপমা আর কেউ নয়,
তোমার উপমা শুধুই তুমি !