ভালো লাগে ভালো লাগে
তোমার ছোঁয়া পেতে ভালো লাগে,
ভালো লাগে ভালো লাগে।
দখনিা বায়ে নির্জন কাননে,
উষ্ণ হাওয়ার উদাস দুপুরে,
তোমারে ছোঁয়া পেতে ভালো লাগে।
ভর দুপুরে ভ্যাপসা গরমে,
তপ্ত লু হাওয়ার উনুন পাশে,
তোমার ছোঁয়া পেতে ভালো লাগে।
কাল বশৈাখীর ঝোড়ো হাওয়ায়,
শংকা ভুলে নড়বড়ে খুপড়ি ঘরে,
তোমার তাণ্ডব ভালো লাগে।
কদম কামিনী সুবাস মাখানো বৃষ্টি বাতাসে,
নকশিকাঁথার এফোঁড়-ওফোঁড়ে,
তোমার ছোঁয়া পেতে ভালো লাগে।
শরতের উদাস দুপুরে মৃদুমন্দ হাওয়াতে ,
চকচকে উজ্জল রোদ্দুরে কাঁশফুলরে দোলাতে,
তোমারে ছোঁয়া পেতে ভালো লাগে।
হেমন্তরে হালকা হিমেল হাওয়াতে,
কুয়াশার চাদর গায়ে জড়ায়ে
তোমারে ছোঁয়া পেতে ভালো লাগে।
তীব্র শীতে কনকনে ঠাণ্ডা বাতাসে,
ঝরা পাতার র্মমর ধ্বনিতে,
তোমারে ছোঁয়া পেতে ভালো লাগে।
ভালো লাগে ভালো লাগে
তোমার ছোঁয়া পেতে ভালো লাগে।