ধুলো জমা জীর্ণ খাতা
প্রিয়ার জন্য কাব্য গাঁথা।
কল্পনার রথ রংধনু মাঝ
রাজা-রাণী স্বপ্নেতে সাজ ।
নিদ্রা ভেঙে রঙিন ফানুস
চুপসে যেয়ে হয় যেন তুষ!
তোমার-আমার ফারাক যত
বাস্তবতা নিষ্ঠুর তত।
বুঝতে বুঝতে রুদ্ধ সে দ্বার
স্মৃতি বড় যে বেদনার !
স্বরবৃত্ত: ৪+৪