খুনের নেশায় মত্ত রাজা
গোল্লায় যাকগে সোনার দেশ,
দোসরদের বোধে দ্যাখো
ন্যায্যতা নেই বিন্দু- লেশ।
যৌক্তিক দাবি শুনতে চায় না
সাঙ্গপাঙ্গ সব বধির।
শঙ্কা ভেঙে দ্রোহের ঢেউ
আছড়ে পড়ে বঙ্গতীর,
বিদ্রোহীরা জীবন দেবে
লক্ষ্য ভেদে অটল- স্থির।
অত্যাচারীর পাষাণ হৃদে
বিঁধলো গিয়ে মেধার তির।
স্লোগানঅসির ধার দেখে
সংজ্ঞা ফেরে ফের জাতির।
দর্প চূর্ণ স্বৈরাচারীর
বুকে কাঁপন- ধরলো চির।
নিষ্ঠুরভাবে রুখতে চাইলো
খুন ঝরালো ঘাত- গভীর ।
বুলেট মেরে খুন করলো
আবু সাঈদ হন শহীদ,
অবিচারের কপাট ভাঙতে
আমজনতার ভাঙলো নিদ।
দম্ভভরে চলার রেষে
নত হলো শাসক শির।
মায়ের বক্ষ খালি হলো
গগন ভেঙে ঝরলো নীর,
রক্ত সাগর পাড়ি দিয়ে
জন্ম নিল কোটি বীর।
রক্তবর্ণে লেখা হলো
অমর কাব্য এই পৃথ্বীর।
তারিখ: ১৭ জুলাই ২০২৪ খ্রি.