হাতের পাঁচটা আঙ্গুল কারো সমান নাহি রয়,
ভালোমন্দ মানুষ নিয়েই দেশটা গঠন হয়।
ভিন্নমতের চিন্তাভাবনা মোটেও খারাপ নয়,
সকল মানুষ একই ধর্মের সেটাও হবার নয়।
অনেক সময় জানা যায় না খলের পরিচয়,
কপটচক্রে ভাইয়ে ভাইয়ে কাটতে পারে লয়।
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হলে ডাকিস যদি পর,
বন্ধু বেশে আসবে তারা খেয়ে যাবে সর।
বিচিত্রতার মাঝে থেকেই ঐক্য গড়তে হয়,
উদার মনের মানুষগুলোই আনে সাম্য- জয়।