শেওলা ঢাকা জলায় ভেসে উঠেছে একটা মরদেহ কারো ,
সবুজের মাঝে লাল ক্ষত-বিক্ষত লাশ, রক্ত জমে আছে গাঢ় !
কাপড়ে নাক ঢেকে লাশের ভ্রুকুটি দেখছে কিছু লোক !
কারো অবয়বে নেই কোন তাপ-শোক !
চিৎ করতেই চেনা গেল এটা সখিনার-ই !
যাকে গতরাতে জোর করে তুলে নিয়ে গিয়েছিল মাতবারের ছেলে
পিতামাতা খুঁজে পায়নি তাকে ,
পুলিশও নাকি খুঁজেছিল, পাইনি ।
কিছু সময় যেতেই লোকের ভিড় বাড়লো ,
বাড়লো কলম সৈনিকদের আনাগোনা, থেকে থেকে চমকে উঠছে ক্যামেরার ফ্লাস !
পোস্টমর্টেম হবে, প্রেস ব্রিফিং হবে, রিপোর্ট হবে, অপমৃত্যু মামলা হবে !
তারপর ?
হাওয়ায় মিঠাই, সব শেষ !
ব্যস্ত সবাই ,
ভুলেও যাবে সকলে সখিনা পর্ব !
তারপর খবর হবে অন্য কোন সখিনার !
পূজা-অর্চনা চলতে থাকবে শিবলিঙ্গের !