সখী) সাধের সাথে এই গরিবের
মিলে না যে সাধ্য,
তাই) স্বপ্নগুলো কবর দিতে
আমি সদা হই বাধ্য।
সখী) ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
ঘুরবো আমি ঝরনা পাহাড়,
জোছনা রাতে সাগর তটে
দেখবো যেয়ে ঢেউয়ের বাহার।
বুঝি) শূন্য হাতে লেখা যায় না
ভালোবাসার পদ্য।
সখী) গাঁথা মালার ফুলগুলো
দিনে দিনে হয় বাসি,
দূর দিগন্তে হারিয়ে যায়
চাঁদের চপল ওই হাসি।
তাই) মনের ঘরে বাজে না আর
সুরের সানাই বাদ্য।