কইতে দিলে ইচ্ছেমত মুখপোড়াদের নানা মত ,
মানে পাল্টে রাজপথ এখন হইছে নাকি রাজার পথ!
মহারাজার রূঢ় কথায় তবে কেন পাও ব্যথা ?
যখন তখন সেই পথেতে টানো কেন উল্টো রথ ?

স্বরবৃত্তে