গঙ্গাজলে ধুয়ে এসেছে ওরা লজ্জা-শরম
নিতম্বের কেদারাখানা ওদের খুব গরম,
ওইখানেতে বসলে পরে মন হয় যে পাথর
তথা বসতে পরতে হয় পায়ে শোষক-খড়ম।

মাত্রাবৃত্তে