মাটির ঘরে কলুষমুক্ত থাকে যদি দিলটা তোর,
পথহারা তুই হবি না মন যতই আসুক রাত্রি ঘোর।
দয়াময়ের দয়ার উপর ভরসা তোর পোক্ত হোক,
শেষ বিচারে নাজাত পাবি খুলে যাবে স্বর্গদোর।

স্বরবৃত্তে