ঘোর-নিরাশার দোলাচলে গুমোট সময় করছি পার,
চিতার দাহে ভষ্ম হলেও ছাইয়ের বুকে থাকে ক্ষার!
ভয় দেখিয়ে ভাবছ তুমি কণ্ঠরোধে সফলকাম !
মাটি চাঁপা না দিলে কি বীজেতে হয় প্রাণ সঞ্চার ?

স্বরবৃত্তে