শ্বেত-শুভ্র বসন পরে দেখাও তুমি সাধু বেশ,
দান-সদকা করো ভালোই সুনাম রয় জুড়ে দেশ।
আঁধার ঘরে কচি মেয়ের করলে তুমি যোনি ছেদ !
আদতে তুমি হাঙর ছিলে বুঝালে সেটা অবশেষ !

মাত্রাবৃত্তে