উন্মত্ত যৌবনে ষণ্ড লুটে নিলি সুখ
অবলার আয়ু জুড়ে দিলি শুধু দুখ।
ফুরফুরে মন তোর নজর লোলুপ
হিমালয় ভার যেন ধর্ষিতার বুক !

অক্ষরবৃত্তে(৮+৬)