দেহ আমার বাইরে বটে
মনটা পঁচে তো জেলখানায়,
বিনা সুতোর রশি দিয়ে
আষ্টেপৃষ্ঠে বাঁধছে আমায়।
তাড়াবে না উঠোন চষবে
কষ্টে কাঁদে এ মনোপ্রাণ ।
জ্যৈষ্ঠ মাসের ভর দুপুরে
সাদা দিলটা ফেটে খানখান।
অদৃশ্য সব বেত্রাঘাতে
ব্যথাগুলো দেখা না যায়,
দিব্য চোখে দেখায় ভাল
অন্তর পুড়ে জ্বলে হায় হায় !
যুগ-যুগান্তর চলছে এমন
শক্তিমানের শাসন-শোষণ,
গরীবের আশ পরোকালে
ভাগ্যে জুটবে ন্যায়ের কুশন ।
এই সুযোগে দৈত্য সকল
বিশ্ব জুড়ে রক্ত ঝরায়,
পথের বাঁধা দূর করতে
মাতছে তারা নগ্ন খেলায়!
বাঁধা দিলে ক্ষিপ্রবেগে
খড়গ বিঁধছে হীনের বুকে,
রক্তরাঙা পিচ্ছিল পথে
হাঁটছে আদম ধুঁকে ধুঁকে!
স্বরবৃত্ত : (৪+৪+৪+৪