বঙ্গমাতার ঘাড়েতে ভর করেছে ষণ্ডা-প্রেতাত্মা !
দেশপ্রেমের ফাঁকা বুলি নেতাদের ভাষণে অযথা ।
ব্যক্তিস্বার্থে পিষ্ট হয় নিত্য এথা সমষ্টির স্বার্থ ,
তৃপ্তির ঢেকুর তোলে শাসক বঞ্চিত করে আর্ত।
লুটে নেবার পরেই সাধারণের থাকে উদ্বর্ত,
দারিদ্র্যের দুষ্টচক্র অবিরাম ঘুরছে চক্রাবর্ত ।
ঐতিহাসিকভাবে আমরা দেশপ্রেমে চরম দ্ব্যর্থ-ব্যর্থ ,
মাঝে মাঝে পাল্টে শুধু নৃপতি- রাজনীতির আবর্ত।
বিগতদিনে পশ্চিমে পাচার হত সম্পদ-অর্থ,
জনযুদ্ধের মাধ্যম আমরা করেছি তাহা নিবর্ত ।
এখন রক্তে খরিদ পতাকা বুকে ও পিঠে সেটে,
মুক্তির চেতনা সব শীল-নোড়ায় মিমেষে বেটে ,
অর্থ পাচার করছে যে আমার দেশ থেকে বিদেশে ,
স্ত্রী-সন্তানও ছাড়ছে দেশ পিণ্ডি চটকিয়ে অবশেষে !
এরা মুখোশধারী শত্রু পাকিস্তানী প্রেতাত্মা বৈ কী ?
তারা মীর জাফরের বংশবদ ব্যতিত আর কী ?
নাগরিক দেখতে চাই দোমুখো সাপের চির লয়,
প্রেতাত্মামুক্ত দেশ চাই, চাইছি যে তাই মহাপ্রলয় !
অক্ষরবৃত্ত: ৮+১০