শয়নে-স্বপনে আমি তোমায় ভাবি,
তুমি আমায় ভাবলে না বন্ধু!
যেদিকে তাকায় আমি শুধু তোমাকে দেখি,
আমার পানে তুমি চাইলে না বন্ধু!
আমি শুধু তোমায় ভালবাসি,
তুমি আমায় ভালবাসলে না !
আমি কান্দি তোমার জন্যে,
তুমি হাসো আমায় দেখে,
ছন্দ ছাড়া কবিতা লিখি
আমি এক যাযাবর কবি।